Home আইন আদালত অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জে আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জে আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার

SHARE

সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকর্ম করার চেষ্টা করছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই ইউপি চেয়ারম্যানও আছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার মিয়া, একই উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগের সাবেক উপজেলা সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম, তাহিরপুরের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জলিল মিয়া, দিরাই সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা কাউছার আহমদ, ছাতক উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ প্রমুখ।

সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’