‘সেন্ট ভ্যালেন্টাইনস ডে’ এই বাক্যের অর্থ কোনো অবস্থাতেই ‘বিশ্ব ভালোবাসা দিবস’ নয় বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।
বিশ্বের অন্যান্য দেশেও এই দিবসটাকে ‘ভালোবাসা দিবস’ নামকরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।
রবিবার রাতে একটি টিভি সাক্ষাৎকারে জনপ্রিয় এই ইসলামিক স্কলার এসব বলেন।
আহমাদুল্লাহ বলেন, সেন্ট ভ্যালেন্টাইন একজন ধর্মযাজক।
তার সঙ্গে কী ঘটেছিল এবং কোন ঘটনাকে কেন্দ্র করে খ্রিস্টানরা পরবর্তীতে কী উদযাপন করেছে, কী ধারণ করে রেখেছে; সেই আলাপ আমরা গুগল করলে, অনলাইন ঘাটলে নিশ্চয়ই আমরা জানতে পারব।
এই দিবসে যেই তথাকথিত ভালবাসা নিবেদন হয় সেটা হলো- বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় সেটি।
তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই- ‘সেন্ট ভ্যালেন্টাইনস ডে’ তে ভালবাসা বলতে যে বিনিময় হয় তার চেয়ে বেশি বিনিময় হয় বিবাহ বহির্ভূত যে সম্পর্ক সেটার বিনিময়। সর্বোপরি, এটা আসলে ভালবাসা দিবস হিসেবে উদযাপনকে আমরা সঠিক মনে করছি না।
জোয়ারে অনেকে নিজের ইমানকে নষ্ট করে ফেলছেন বলেও মন্তব্য করেন শায়খ আহমাদুল্লাহ।