Home আন্তর্জাতিক ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপের নির্দেশ ট্রাম্পের

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপের নির্দেশ ট্রাম্পের

SHARE

সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রশাসনিক নির্দেশ বা একজিকিউটিভ অর্ডারটি সই করেছেন। বলা হয়েছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমেরিকায় স্টিল বা অ্যালুমিনিয়াম বিক্রি করলে ২৫ শতাংশ রপ্তানি শুল্ক দিতে হবে।

নির্বাচনী প্রচারের সময়েই ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় এলে তিনি এ কাজ করবেন। ট্রাম্পের বক্তব্য, আমেরিকা থেকে এই দুই পণ্য বিদেশে গেলে রপ্তানি শুল্ক দিতে হয়।
সে কারণে তিনিও ওই একই শুল্ক ধার্ষ করবেন। গাড়ির যন্ত্রাংশ, ওষুধ এবং কম্পিউটার চিপের ওপরেও একইরকম শুল্ক ধার্ষ করা হতে পারে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের পদক্ষেপে প্রতিক্রিয়া

জার্মানিতে অন্যতম স্টিল উৎপাদন সংস্থা থাইসেনক্রুপ সোমবার জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত তাদের ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না। তাদের কথায়, ‘আমাদের মূল বাজার ইউরোপ, ফলে ট্রাম্পের এই ঘোষণা খুব বেশি প্রভাব ফেলবে না।
’ তাদের বক্তব্য, আমেরিকায় যে স্টিল ব্যবহার হয়, তার অধিকাংশই আমেরিকার বিভিন্ন সংস্থা তৈরি করে। ফলে ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্ব বাজারে খুব বেশি প্রভাব পড়ার কথা নয়।

ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের এই পদক্ষেপ মেনে নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই।
এদিন আমেরিকার একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ইউরোপ রওনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হওয়ার কথা। যার মধ্যে অন্যতম আলোচনার বিষয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। তবে ওই বৈঠকে ট্রাম্পের শুল্কনীতি নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মেক্সিকো উপসাগরের নাম বদল

সোমবার গুগল জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে গুগল ম্যাপে মেক্সিকো উপসাগর বা গালফ অফ মেক্সিকোর নাম বদল করা হয়েছে।
আমেরিকায় গুগল ম্যাপ খুললে গালফ অফ আমেরিকা দেখা যাবে। মেক্সিকোতে ম্যাপ খুললে অবশ্য গালফ অ্ফ মেক্সিকোই দেখা যাবে। পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে ম্যাপ খুললে গালফ অফ মেক্সিকো লেখা থাকবে, পাশে অ্যামেরিকা উপসাগর লেখা থাকবে। অ্যাপেল ম্যাপে অবশ্য এখনো মেক্সিকো উপসাগরের নামের কোনো পরিবর্তন করা হয়নি।