সদ্যই মৈনাক ভৌমিক পরিচালিত একটি সিনেমার শুটিং শেষ করেছেন পায়েল সরকার। এরপর চলতি মাসেই আবার শুরু করবেন দেবারতি ভৌমিকের নতুন ছবির শুটিং।
এদিকে গতকাল ছিল অভিনেত্রীর জন্মদিন। তবে জন্মদিনে পেশাগত কাজ নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি।
এদিনটা সাধারণত কাছের মানুষদের সঙ্গেই কাটাতে পছন্দ করেন।
পরিবার এবং বন্ধুদের সঙ্গে দিনটি উদযাপন করেন পায়েল। এদিন রাখেন নি কোনো শুটিং। অভিনেত্রী বলেন, ‘জন্মদিনের দিনটা সব সময় পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করি।
তবে কাজ থাকলে তখন সেটা করতেই হয়।’
জন্মদিনে অনেকেই নিজের কাছে কোনো না কোনো কিছু নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন। পায়েল কি এই ধরনের কোনও রীতিতে বিশ্বাস করেন, এমন প্রশ্নে অভিনেত্রী হেসে বললেন, ‘জন্মদিনটা আনন্দে কাটানোর দিন। তা ছাড়া আগামীকাল আমি কী করব সেটা নিয়ে কোনোরকম প্রতিজ্ঞা করি না।
সেখানে জন্মদিনের রেজুলিউশন নিয়ে কোনো ভাবনা থাকে না।’