Home বিনোদন সাইফ সুস্থ হতেই শুটিংয়ে ফিরলেন কারিনা

সাইফ সুস্থ হতেই শুটিংয়ে ফিরলেন কারিনা

SHARE

নিজ বাড়িতে আততায়ীর হামলার শিকার হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন সাইফ আলী খান। যা নিয়ে ভারত জুড়ে তোলপাড় ছিল। এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরেন পতৌদির ছোট নবাব।

সুস্থ হয়ে হামলার ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে মুখে খুলেন সাইফ।
নিজের আসন্ন সিনেমার প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়ে এসব নিয়ে কথা বলেন অভিনেতা। ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে নবাব পরিবার।

এবার শুটিংয়ে ফিরলেন নবাব-পত্নী কারিনা কাপুর খান। বন্দি হলেন ছবিশিকারিদের ক্যামেরায়।
মেকআপ ভ্যানে ঢুকছেন, অভিনেত্রী— সে ছবি এই মুহূর্তে সয়লাব সমাজমাধ্যমে। অনুরাগী থেকে সহ-অভিনেতা— প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

ধূসর সোয়েট শার্ট, কালো জিন্স আর রোদচশমায় দ্যুতিময় কারিনা। হাসিমুখে নবাব-পত্নী ছবিশিকারিদের ক্যামেরার সামনে দাঁড়ান।
‘খান’দানের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তাদের। তার পর মেকাপ ভ্যানে উঠে যান। এদিনও কারিনাকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা।

এর আগে গত ১৬ জানুয়ারির গভীর রাত নাড়িয়ে দিয়েছিল পতৌদি পরিবারকে। মধ্যরাতে নিজের বাড়িতে হামলা।
স্বামী গুরুতর জখম। কী করে তাঁকে বাঁচাবেন? কিছুতেই বুঝতে পারছিলেন না কারিনা।

সাইফের কথা অনুযায়ী, অভিনেত্রী নাকি চিৎকার করে আশেপাশের সবাইকে ডাকছিলেন যদি কেউ এসে সাইফকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পড়শিরা নাকি ঘুমে অচৈতন্য! কেউ কারিনার ডাক শুনতে পাননি। পরিবারের সবাইকে আতঙ্কিত দেখে শেষে হাল ধরেন সাইফ। তিনি কারিনা-তৈমুরকে আশ্বস্ত করে বলেন, “তোমরা চিন্তা করো না। ঠিক আছি। আমি মরব না!”