Home খেলা আফগান শিবিরেও চোটের হানা, ছিটকে গেলেন গাজানফার

আফগান শিবিরেও চোটের হানা, ছিটকে গেলেন গাজানফার

SHARE

ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক পাকিস্তানের পর চোট হানা দিয়েছে আপগানিস্তান শিবিরেও। পিঠের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বুধবার এই খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে এসিবি জানিয়েছে, ‘আফগানিস্তানের তরুণ স্পিন সেনসেশন এম গাজানফার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন।
তার এল ৪ ভার্টেব্রাতে চিড় আছে।’

সম্প্রতি হওয়া জিম্বাবুয়ে সফরে চোট পান গাজানফার। চোটের কারণে আরো কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্পিনারকে। তার বদলে বাঁহাতি স্পিনার খারুতিকে দলে যুক্ত করেছে এসিসি।
খারোতি এর আগে ৭টি ওয়ানডে খেলেছেন।

এর আগে দলটি অভিজ্ঞ অফ স্পিনার মুজিব উর রহমানকেও হারায়। চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় তাকে পাওয়া যাচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফিতে।

আফগানিস্তান স্কোয়াড

হাসমতুল্লাহ শহিদি, ইব্রাহিম জাদরান, রাহামনুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অতল, রহমত শাহ, ইকরাম আকিলি, গুলবদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারুতি, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নাবীদ জাদরান।

রিজার্ভ- দারবিশ রাসুলি, বিলাল সামি।

২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে আফগানিস্তান।