Home খেলা তামিমদের হারাল মাহমুদউল্লাহ একাদশ

তামিমদের হারাল মাহমুদউল্লাহ একাদশ

SHARE

ছোট্ট লক্ষ্য। কিন্তু শুরুর বিপর্যয়ে ১০৪ রানের লক্ষ্যটাও একপর্যায়ে বিশাল হয়ে দাঁড়াল মাহমুদউল্লাহ একাদশের জন্য। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ৩ উইকেট হারিয়ে ফেলা দলটিকে পরে পথ দেখান মুমিনুল হক ও নুরুল হাসান সোহান। এই দুই ব্যাটে তামিম একাদশের বিপক্ষে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ একাদশ।

মঙ্গলবার বিসিবি প্রেসিডেন্টস কাপে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ একাদশ। উদ্বোধনী ম্যাচে যারা হেরেছিল নাজমুল একাদশের বিপক্ষে। তামিম একাদশের ছিল এটি প্রথম ম্যাচ।

বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল তামিম একাদশ। ২৩.১ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় দলটি। জবাব দিতে নেমে ২৭ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ একাদশ।