Home জাতীয় সড়কের বরাদ্দ যথাযথ ভাবে ব্যয় করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়কের বরাদ্দ যথাযথ ভাবে ব্যয় করার নির্দেশ প্রধানমন্ত্রীর

SHARE

দেশের সড়ক নির্মাণে বরাদ্দের টাকা যেন যথাযথ ভাবে খরচ করা হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত একনেক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ রাস্তাগুলো সংস্কার হলেই সেখানেও ভারি যানবাহন চলাচল করায় সে রাস্তাগুলোরও মান বাড়াতে হবে। এছাড়া অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর ব্যবহার দিনদিন বৃদ্ধি পাওয়ায় এগুলোর সক্ষমতা বাড়াতে হবে।

একনেক সভায় ১ হাজার ৬শ’ ৬৮ কোটি টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এ সময় ৫শ’ ৬৬ কোটি টাকা ব্যয়ে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সংস্কার প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এছাড়া, বৈঠকে ৩০১ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের অনুমোদন দেয়া হয়।