Home আন্তর্জাতিক গুগলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

গুগলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

SHARE

প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার নীতিমালা ভঙ্গের অভিযোগে, ইন্টারনেট জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করলো যুক্তরাষ্ট্র।

অভিযোগপত্রে বলা হয়, ইন্টারনেটে তথ্য খোঁজা এবং অনলাইন বিজ্ঞাপনে একচেটিয়া দখলদারিত্ব ধরে রাখতে অসাধু তৎপরতা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের অন্যতম লাভজনক টেক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের ছুঁড়ে দেয়া, এযাবৎকালের সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জ এটি। এক বছরের বেশি সময় ধরে অনুসন্ধানের পর এ পদক্ষেপে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যের প্রশাসনও। অভিযোগ- মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইস আর ব্রাউজারে নিজেদের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখতে প্রতি বছর লাখ-কোটি ডলারের ঘুষ দেয় গুগল।

এভাবে যুক্তরাষ্ট্রেই অনলাইনে তথ্য প্রাপ্তিতে ৮০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে ‘ইন্টারনেটের প্রবেশদ্বার’ খ্যাত প্রতিষ্ঠানটি। সব অভিযোগ প্রত্যাখ্যান করে গুগলের দাবি- উপযোগিতার কথা মাথায় রেখে ব্যবহারকারীরাই স্বেচ্ছায় প্রাধান্য দেন গুগল সার্চ ইঞ্জিনকে।