দুর্গোৎসব বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুসংহত করে। মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। দুর্গাপূজার অন্তনিহিত বাণীই হচ্ছে হিংসা ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। আসুন আমরা সবাই মিলে শান্তি কামনায় এবং করোনামুক্ত পৃথিবীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সম্প্রীতির বন্ধন অক্ষুন্নরেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোন অশুভ শক্তি কখনো আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে চির ধরাতে না পারে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে একথা গুলো বলেন, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক, লেখক ও সংগঠক হামিদ মোহাম্মদ জসিম। গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে রাত অবধি তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত দুর্গামন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় দলীয় নেতাকর্মী, বিভিন্ন মন্দির কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।