লা লিগায় পৃথক ম্যাচে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সন্ধ্যা ৭টায় রিয়ালের প্রতিপক্ষ নবাগত ক্লাব হুয়েস্কা। আর রাত ২টায় বার্সা খেলবে আলাভেসের বিপক্ষে।
শেষ লিগ ম্যাচ, এল ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে রিয়াল মাদ্রিদ। সন্ধ্যায় তারা হোম ম্যাচে খেলবে। এবার লা লিগায় নতুন প্রমোশন পাওয়া হুয়েস্কার বিপক্ষে। এই দলটার সাথে ২০১৮-১৯ মৌসুমে দুটো ক্যাম্পেইন ম্যাচ খেলে দুটোতেই জিতেছিল গ্যালাক্টিকোরা। নবাগত দল বলে হুয়েস্কাকে হেলাফেলা করার একদমই সুযোগ নেই। আরেক নবাগত কাদিজ ২ সপ্তাহ আগের রিয়ালের ঘরের মাঠে গিয়ে ওদের হারিয়ে এসেছে।
চ্যাম্পিয়ন্স লিগে আগুনে ফর্মে আছে বার্সেলোনা। প্রথম ম্যাচে ৫ গোলের পর, শেষ ম্যাচে য়্যুভেন্তাসকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছে। কিন্তু লিগে এখন পর্যন্ত সুবিধা করে উঠতে পারেনি মেসি-ডি ইয়ংরা। চলতি মৌসুমে ৫ ম্যাচ খেলে জয় মোটে ২টা, পয়েন্ট টেবিলে অবস্থান ১২তে। বার্সা খেলতে যাবে প্রতিপক্ষ আলাভেসের মাঠে। অ্যাওয়ে ম্যাচ হলেও বার্সাই ফেভারিট। এই দলটার বিপক্ষে শেষ সাত ম্যাচের সব কয়টাতেই জিতেছে কাতালান ক্লাবটা।