প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ তুরস্ক সরকারের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তার করোনা পজিটিভ এসেছে।
এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন শনিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্ত হলেও তাদের দুজনের তেমন কোনো লক্ষণ নেই। তাদের চিসিৎসাও প্রায় শেষ পর্যায়ে।
কত দিন ধরে তারা অসুস্থ এ ব্যাপারে কিছু জানাননি ইব্রাহিম। আক্রান্ত দুজনের নাম-পরিচয়ও উল্লেখ করেননি তিনি।
তুরস্ক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সুলেইমান সইলু নিজেদের স্ত্রী ও কন্যার করোনায় পজিটিভের খবর দেওয়ার পর সরকারের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তার আক্রান্তের খবর আসলো।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত দুই কর্মকর্তা প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে নিয়মিতই যোগযোগ করে থাকেন। শনিবার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ইজমির পরিদর্শনেও গিয়েছিলেন তারা।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকে শনিবার জানিয়েছেন, সবশেষ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের দেশে ৭৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ২১৩ জনের শরীরে।
সরকারি হিসেবে তুরস্কে এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৫২ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার।