বৈশ্বিক মহামারি করোনার কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি।
ফলে দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরবে সুন্দরবনকেন্দ্রিক সব পর্যটন শিল্পে। এর আগে বন বিভাগ সুন্দরবনকেন্দ্রিক জেলাগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠায়।
পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বনবিভাগ।
তিনি বলেন, করোনা সংক্রমণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি জাহাজে ৫০ জনের বেশি না যাওয়া এবং সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হয়েছে।