Home এইমাত্র বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি নিহত

বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি নিহত

SHARE

পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওয়ালীউল্লাহ (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। পুলিশ জানিয়েছে, ওয়ালীউল্লাহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও মাদকবিক্রেতা এবং একাধিক মামলার আসামি।

বৃহস্পতিবার ভোরে উপজেলার জোড়দা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি স্যুটারগান, ম্যাগজিন, গুলি ও বেশকয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওয়ালীউল্লাহর বাড়ি পাবনা বেড়া উপজেলার সানিলা গ্রামে।
পাবনা বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহামুদ খান গণমাধ্যমকে জানান, ওয়ালীউল্লাহকে রাতে গ্রেফতারের পর তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে বের হয় পুলিশ।

অভিযানের সময় বন্দুকযুদ্ধে সে প্রাণ হারায়।