দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আজ শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। বিএনপির প্রতীক ‘ধানের শীষ’। অর্থাৎ প্রতীক না নিয়ে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন যে হচ্ছে, ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হচ্ছে, এখনো পুরো ইউপি নির্বাচনের সিডিউল আসেনি। এর মধ্যে আমাদের কাছে বিভিন্নভাবে আমাদের নেতা-কর্মীরা জানতে চাচ্ছেন যে, এখানে আমাদের অবস্থান কী হবে? আপনারা জানেন যে, ইতিপূর্বে যখন পার্টির প্রতীক দিয়ে নির্বাচন করার প্রশ্ন এসেছিল, তখনই আমরা এর বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম, পার্টির মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করাটা বাংলাদেশের জন্য উপযোগী হবে না এবং এটা বিভিন্ন সমস্যা তৈরি করবে রাজনীতির ক্ষেত্রে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখনো মনে করি, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে মার্কা ব্যবস্থা তুলে নেয়া উচিত। প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয়দেরকে মার্কা ছাড়াই নির্বাচনের সুযোগ দেয়া উচিত। সেই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে, বিএনপির যে সমস্ত নেতা–কর্মী বা যাঁরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, তাঁরা যদি কেউ অংশ নিতে চান, তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু মার্কা সে ক্ষেত্রে আমরা বরাদ্দ করব না।’