পাকিস্তান, অল স্টার একাদশের পর নিউজিল্যান্ড। টানা তিন ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফুরফুরে মেজাজেই রয়েছে বাংলাদেশ।
ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চত করেছে বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে গড়া দলটি।
বৃহস্পতিবার বাংলাদেশ নিজেদের দুই ম্যাচেই জয় লাভ করে। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারায় বাংলাদেশের সংসদ সদস্যরা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকেও হারিয়েছিল বাংলাদেশ। গত বুধবার চলমান দ্বাদশ বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ।
গত বুধবার চলমান বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে।
বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।
ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে দেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমান এমপি নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দলে রয়েছেন , জুনায়েদ আহমেদ পলক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, নাহিম রাজ্জাক ও মোহাম্মদ আয়েন উদ্দিনের মতো জনপ্রিয় ও তরুণ সংসদ সদস্যরা।