সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে আটটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে।
দলের মহাসচিব মশিউর রহমান রাঙা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোট চারটি স্থানে তার (এরশাদ) জানাজার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। প্রথম জানাজা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে আজ রবিবার বাদ জোহর, দ্বিতীয় জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সোমবার সকাল ১০টায়, তৃতীয় জানাজা বায়তুল মোকাররম মসজিদে সোমবার বেলা ১১টায় এবং চতুর্থ জানাজা রংপুর জেলা স্কুল মাঠে সোমবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। রংপুর থেকে ফিরে তাকে সামরিক কবরস্থানে দাফন করা হবে।
এছাড়া আগামী ১৭ জুলাই গুলশান আজাদ মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব।