Home এইমাত্র নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন

SHARE

নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, জেলা কারাগার ও জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা পাশের গুমামেও ছড়িয়ে পড়ে। এর সাথে ঝুপড়ি ঘরও থাকতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান আদুল্লাহ আরেফিন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে। তবে ধোঁয়া আছে। ক্ষতি-ক্ষতির বিষয়টি এখনও জানা যায়নি।