বার্সেলোনায় ফিরতে ব্যাকুল হয়ে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এবার তার সেই ব্যাকুলতা আরও স্পষ্ট হল।
দেরি সহ্য হচ্ছে না তার। আর তাই বার্সা-পিএসজির দরকষাকষিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই এই নাটকের শেষ পর্বে হাজির। তার ট্রান্সফার ফি’র অর্থ জোগাতে নিজের পকেট থেকে ২০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছেন নেইমার। খবর কালসিমিরকাতো ও গিভমিস্পোর্ট’র।
বার্সা-পিএসজি দুই পক্ষই গোঁ ধরে বসে আছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এমন অবস্থায় নিজেই সমাধানে এগিয়ে এসেছেন নেইমার। তার বর্তমান ক্লাবকে খুশি করতে নিজের পকেট থেকে ২০ মিলিয়ন ইউরো বার্সার হাতে তুলে দিতে চান এই ফরোয়ার্ড। এটা আসলে নেইমারের মরিয়া প্রচেষ্টা। বার্সার শেষ প্রস্তাব ফিরিয়ে দিয়ে আর নিজের পাল্টা প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে আদতে দরজা বন্ধ করে রেখেছে পিএসজি। এবার নেইমারের মরিয়া চেষ্টায় যদি ফরাসি চ্যাম্পিয়নদের মন গলে কি না, এখন সেটাই দেখার।