Home বিনোদন বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান গাইলেন নচিকেতা

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান গাইলেন নচিকেতা

SHARE

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক নচিকেতা।

‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির, হাজার বছর ধরে, বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য, উঠুক পৃথিবী জুড়ে’- এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং।

সুর করেছেন যাদু রিছিল ও সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গীতিকারের উপস্থিতিতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে নচিকেতা জানিয়েছেন, ‘বাংলাদেশের জাতির জনককে নিয়ে গাইতে পেরে আমি গর্বিত। বঙ্গবন্ধুর মতো এত বড় মহান নেতার প্রতি এ গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি এ গানটি শুধু বাংলাদেশই নয়, বাংলা ভাষার প্রতিটি মানুষ শুনবেন।’

গীতিকার জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ নামে একটি অ্যালবাম করছেন তিনি। গানটি সে অ্যালবামে সংযোজন করা হবে। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে।

এ অ্যালবামে আরও কণ্ঠ দিচ্ছেন- ফাহমিদা নবী, শুভমিতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)।