Home এইমাত্র রওশন এরশাদের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

রওশন এরশাদের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

299
0
SHARE

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্ধারণ নিয়ে জাতীয় পার্টিতে জটিলতার মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রওশন এরশাদের বাসভবনে এ সংবাদ সম্মেলন হবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তার স্ত্রী রওশন এরশাদ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর বিরোধীদলীয় নেতা নির্ধারণ নিয়ে বিবাদ দেখা দেয় জাতীয় পার্টিতে। পার্টির অধিকাংশ সংসদ সদস্য মঙ্গলবার বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে চিঠি দেন। এর পর বুধবার রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেয়া হয়। বুধবার বিকাল ৪টার দিকে সংসদ ভবনের স্পিকার দফতরে এ চিঠি পৌঁছে দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি।

এ বিষয়ে আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন রওশন এরশাদ। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে দলীয় সূত্রে বলা হয়েছে।

এদিকে বুধবার বেলা ১১টার দিকে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ গুলশানের বাসায় বৈঠক করেন। পার্টির বেশ কয়েকজন সিনিয়র নেতা ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্ধারণ করতে স্পিকারের কাছে পাঠানো চিঠির বিরোধিতা করেন তারা। এ সময় রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারের কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বলেন, ম্যাডাম (রওশন এরশাদ) স্পিকারকে সম্বোধন করে লিখেছেন, ‘আপনি আমাকে বিরোধীদলীয় উপনেতা বানিয়েছেন। আমাদের নেতা মারা যাওয়ার পর সংসদ সদস্যরা আমাকে নেতার কাজ চালিয়ে নেয়ার দায়িত্ব দেন। শুনতে পারলাম, একজন নিজেকে পার্লামেন্টারি পার্টির নেতা করার জন্য আপনাকে চিঠি দিয়েছেন। আপনাকে জানাতে চাই, নেতা নির্বাচন করার এখতিয়ার পার্লামেন্টারি পার্টি সংরক্ষণ করে। যে কোনো সিদ্ধান্ত নিতে হলে পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে।’

চিঠিতে রওশন এরশাদ আরও বলেন, ‘৩ সেপ্টেম্বর পাঠানো চিঠিকে ইগনোর করার অনুরোধ করছি। একই সঙ্গে জানাতে চাই, উনি পার্টির চেয়ারম্যান নন, উনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’

মঙ্গলবার দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেয় জাতীয় পার্টি। দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল স্পিকারের দফতরে চিঠি পৌঁছে দেয়। দলের ২২ সংসদ সদস্যের মধ্যে ১৫ জন এতে স্বাক্ষরও করেন। তবে স্পিকার দেশের বাইরে থাকায় তিনি নিজে চিঠি গ্রহণ করতে পারেননি।

এ অবস্থায় বুধবার রওশন এরশাদ করণীয় ঠিক করতে তার বাসায় জাতীয় পার্টির সিনিয়র নেতা এবং সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ‘এমন চিঠি দেয়ার এখতিয়ার জিএম কাদেরের নেই’ বলে সাফ জানিয়ে দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আরেক প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিরোধীদলীয় নেতা হবেন রওশন এরশাদই।’

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় রওশন এরশাদ তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এতে দলের রাজনীতি নিয়ে তিনি নিজেই সাংবাদিকদের ব্রিফ করবেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তার স্ত্রী রওশন এরশাদ। তিনি দলের কো-চেয়ারম্যানের পাশাপাশি চলতি একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার দায়িত্বেও রয়েছেন।