Home এইমাত্র জঙ্গি আস্তানা সন্দেহে ফতুল্লায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

জঙ্গি আস্তানা সন্দেহে ফতুল্লায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

SHARE

নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে সাবেক এক ব্যাংক কর্মকর্তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

রোববার দিবাগত রাত থেকে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদিনের বাড়িটি ঘিরে চালানো অভিযানে এ পর্যন্ত দম্পতিসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি (২৭), তার ছোট ভাই জামাল উদ্দিন রফিক (২৩) ও রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনু (২২)।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের জেলা পুলিশ কাউন্টার টেররিজম টিমকে সহযোগিতা করছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।