প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা ছাড়া একটা জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। আমরা স্কুলে ছেলেমেয়েদের শতভাগ উপস্থিতি করার জন্য টিফিনের ব্যবস্থা করছি। প্রত্যেকটি স্কুলে শতভাগ উপস্থিতি রাখার জন্য আমরা স্কুলে টিফিনের ব্যবস্থা রাখার পরিকল্পনা করছি।
নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ইউনিসিফের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখানে প্রবাসী যারা আছেন তাদের নিজের এলাকার ছেলেমেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দেওয়া প্রবাসীদের দায়িত্ব।
প্রবাসীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনার যে যে স্কুল থেকে পড়াশুনা করে আসছেন সেই স্কুলের আপনারা খোঁজ নিবেন। কোন স্কুলে কী সমস্যা সেটা আপনারা খোঁজ নিয়ে সহযোগিতা করতে পারেন। দেশের ছেলেমেয়েদের জন্য আপনারা কাজ করবেন।