Home রাজনীতি খালেদা জিয়া মারাত্মক অসুস্থ, মুক্তি পেলেই বিদেশ যাবেন : সাক্ষাৎ শেষে এমপি...

খালেদা জিয়া মারাত্মক অসুস্থ, মুক্তি পেলেই বিদেশ যাবেন : সাক্ষাৎ শেষে এমপি হারুন

SHARE

জামিনে মুক্তি পেলে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যাবেন বলে জানিয়েছেন এমপি হারুনুর রশীদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান হারুনুর রশীদকে উদ্ধৃত করে গণমাধ্যমকে জানান, বিএনপির তিনজন সংসদ সদস্য মঙ্গলবার সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনকে দেখতে বিএসএমএমইউ-এ যান।
শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়া অনেক বেশি অসুস্থ। তিনি ঠিকমতো উঠে দাঁড়াতে পারেন না। তিনি সু-চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে যাবেন। জামিনে মুক্ত হয়ে চিকিৎসকের পরামর্শে তিনি দেশের বাইরে যেতে সম্মত হয়েছেন।