নেপালি সংসদের বিদায়ী স্পিকার কৃষ্ণ বাহাদুর মহারাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এক সপ্তাহ আগে সংসদ সচিবালয়ে এক নারী কর্মচারী মহারার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। খবর কলকাতা টাইমস এর।।
আদালতের নির্দেশে কৃষ্ণ বাহাদুর মহারা রবিবার তার সরকারি বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ধর্ষণের অভিযোগের পরে মহরাকে স্পিকারের পদ ছাড়তে হয়েছিল। তবে তিনি এমপি পদ ছাড়েননি। গ্রেফতারের ফলে কৃষ্ণ বাহাদুর মহারা এমপি পদ থেকে বরখাস্ত হয়েছেন।