Home খেলা টাইগারদের ক্যাম্পে যোগ দিচ্ছেন ভেট্টরি

টাইগারদের ক্যাম্পে যোগ দিচ্ছেন ভেট্টরি

SHARE

টাইগারদের স্পিন বোলিং কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ডেনিয়েল ভেট্টরি শুক্রবার সাকিব আল হাসানদের সাথে ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভেট্টরি শুক্রবার সকালে ঢাকায় আসবেন বলে আমরা প্রত্যাশা করছি এবং তিনি বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।’

নিউজিল্যান্ডের হয়ে ১১৩ টেস্ট, ২৯৫ ওয়ানডে এবং ৩৪টি টি২০ ম্যাচ খেলে যথাক্রমে ৩৬২, ৩০৫ এবং ৩৮টি উইকেট শিকার করেন ভেট্টরি।

৪০ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে কোচের দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ২৭ জুলাই বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পান তিনি। ভারতীয় স্পিনার সুনিল যোশী চলে যাওয়ার পর তাকে এ দায়িত্ব দেয়া হয়।

চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ায় ২০২০ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন ভেট্টরি।

এই সময়ে তিনি মাত্র ১০০ দিন বাংলাদেশ দলের সাথে থাকবেন।

সূত্র : ইউএনবি