রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রচেষ্টা অব্যাহত রাখতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অত্যন্ত চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।
আবদুল হামিদ রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান।
রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের ভূমিকা ও সমর্থনের প্রশংসা করে রাষ্ট্রপ্রধান বলেন, রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক কার্যকর ভূমিকা পালন করেছে। মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্যও তুরস্ক সোচ্চার ছিল।
আবদুল হামিদ আশা করছেন, রোহিঙ্গা ইস্যুতে ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক।
দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তারা আগামী দিনে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আন্তরিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেয় তুরস্ক।
দেভরিম ওজতুর্ক বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং তাদের শিক্ষার প্রশংসা করেন।
ভবিষ্যতে দুদেশের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও তুর্কি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।