Home আইন আদালত মোহাম্মদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মোহাম্মদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

SHARE

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজারে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রায়েরবাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল (১৮) নামে এক ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।

শিশুটির চাচা প্রথম আলোকে বলেন, ‘আজ দুপুরে খেলার ছলে এক কিশোর আমার ভাতিজিকে শাকিলের ঘরে নিয়ে যায়। সেখানে ওই কিশোরের সহায়তায় শিশুটিকে ধর্ষণ করে শাকিল। পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইনচার্জ বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।