Home রাজনীতি চট্টগ্রাম সিটিতে আ.লীগের প্রার্থী রেজাউল, পাঁচ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত

চট্টগ্রাম সিটিতে আ.লীগের প্রার্থী রেজাউল, পাঁচ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত

SHARE

চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ শনিবার গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। একই সভায় পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার রাতে সাংবাদিকদের ব্রিফ করেন।

ওবায়দুল কাদের জানান, চট্টগ্রাম সিটি নির্বাচনে রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। এ ছাড়া ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন, যশোর-৬ আসনে শাহীন চাকলাদার, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম ও গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, শাহীন চাকলাদার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বগুড়ার সাহাদারা মান্নান আওয়ামী লীগের প্রয়াত সাংসদ আবদুল মান্নানের স্ত্রী, বাগেরহাটের আমিরুল আলম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধার উম্মে কুলসুম কৃষক লীগের সাধারণ সম্পাদক।