Home এইমাত্র মোদি আসছেন মার্চে, শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে

মোদি আসছেন মার্চে, শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে

SHARE

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী মার্চ মাসে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকও হবে।

আগামী ১৬ অথবা ১৭ মার্চ ঢাকায় আসবেন মোদি। সুনির্দিষ্টভাবে দিন ঠিক করতে কাজ করছেন কর্মকর্তারা।

মোদির সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার বলেন, ভারতের প্রধানমন্ত্রী যদি ১৬ মার্চ ঢাকায় আসেন তাহলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় যাবেন। কাজেই মোদি যদি ১৬ মার্চ আসেন, সেটাই সবচেয়ে ভালো।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। আলোচনার বিষয়বস্তু ঠিক করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী মোদির সফরের আগে মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবেন সে দেশের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তাঁরা শিগগির মোদির সফরের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করবেন। মোদির সফরের সময় দুই দেশের যে সমস্ত কর্মসূচির যৌথ উদ্বোধন হতে পারে, তা–ও ঠিক করতে কাজ করা হচ্ছে।