ঢাকা টেস্টে আজ দ্বিতীয় দিনে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ
প্রথম দিন সকালের সেশনে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন আবু জায়েদ। আজ দ্বিতীয় দিনে সকালে সেশনেও জায়েদের হাত ধরে সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে এই পেসারের ভালো বোলিংয়ে জিম্বাবুয়েকে দ্রুতই অলআউট করার পথে মুমিনুল হকের দল।
৬ উইকেটে ২২৮ রান নিয়ে কাল প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। কাল দুই প্রান্ত থেকে দুই পেসারকে দিয়ে বল করালেও আজ তা করেননি অধিনায়ক মুমিনুল। এক প্রান্তে জায়েদ অন্য প্রান্তে শুরু করেন স্পিনার তাইজুল ইসলাম। দিনের খেলার সপ্তম ওভারে গিয়ে তিরিপানোকে উইকেটে পেছনে ক্যাচে পরিণত করেন জায়েদ। নিজের পরের ওভারে এইনস্লে এনডলভুকেও তুলে নেন তিনি। এবার তাঁকে এলবিডব্লিউতে শিকার বানান জায়েদ।
জায়েদ দিনের দ্বিতীয় উইকেট তুলে নেওয়ার পরের ওভারে উইকেটশিকারিদের খাতায় নাম লেখান তাইজুল। চার্লটন শুমাকে এলবিডব্লিউ করেন বাঁহাতি এ স্পিনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেটে ২৪৬ রান তুলেছে জিম্বাবুয়ে। আজ দিনের প্রথম ১০ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট ভাগাভাগি করেছেন জায়েদ ও তাইজুল। ১৯ রান করে চাকাভা ধরে আছেন এক প্রান্ত।