জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে নিয়ে তাঁর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লেখা ১৭ মার্চ সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে পড়বে।
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ
উপলক্ষে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. আকরাম-আল-হোসেন।
আকরাম-আল-হোসেন বলেন, প্রধানমন্ত্রীর লেখাটি প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে এবং সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একযোগে পাঠ করানো হবে। বর্তমানে সারা দেশে ২ কোটি ৯ লাখের মতো শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।