Home খেলা করোনায় আক্রান্ত বার্সা কিংবদন্তি জাভি

করোনায় আক্রান্ত বার্সা কিংবদন্তি জাভি

161
0
SHARE

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ ।
আজ শনিবার বার্সার এই সাবেক মিডফিল্ডারের করোনা পজিটিভের রিপোর্ট আসে।
বার্সার সাবেক এই মিডফিল্ডার বর্তমানে কাতারের আল সাদ ক্লাবের কোচিংয়ের দায়িত্বে আছেন। করোনায় আক্রান্ত হওয়ার কারণে আল সাদের পরবর্তী ম্যাচের ডাগআউটে থাকতে পারবেন না জাভি। যে ম্যাচে তার দল আল খোরের মোকাবিলা করবে। আল সাদের হয়ে কোচ হিসেবে ইতিমধ্যে কাতারি লিগ কাপের শিরোপা জিতেছেন জাভি।
তবে আসছে গ্রীষ্ম মৌসুমে আবার বার্সেলোনায় ফেরার কথা রয়েছে জাভির। কোচ হিসেবে না ফিরলেও অন্য কোনো ভূমিকায় কাতালানদের হয়ে অবদান রাখার সম্ভাবনা রয়েছে জাভির। ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ১৭ বছরে পাঁচ শতাধিকের উপর লা লিগা ম্যাচ খেলেছেন জাভি। জিতেছেন সম্ভব সব শিরোপা।
এমনকি জাতীয় দল স্পেনের হয়েও দারুণ সফল ছিলেন জাভি। দলকে ২০১০ সালে বিশ্বকাপের শিরোপা জিতেয়েছেন। ২০০৮ সালে জিতিয়েছেন ইউরোর শিরোপা। বিশ্বের সেরা প্লেমেকার হিসেবে দীর্ঘ সময় ধরে রাজত্ব করে গেছেন তিনি।
করোনা বিপর্যয়ের শুরুর দিকে জাভি বার্সেলোনার হাসপাতালে ১ মিলিয়ন ডলারের মতো অর্থ সহায়তা দিয়েছিলেন। যে কাজে তার সঙ্গী ছিলেন স্ত্রী নুরিয়া কানিলেরা।