Home বিনোদন “কান্না থামাতে পারছি না! কতটা বেদনাদায়ক”, দিল বেচারা দেখে ভূমি

“কান্না থামাতে পারছি না! কতটা বেদনাদায়ক”, দিল বেচারা দেখে ভূমি

SHARE

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টারে মুক্তি পেয়েছে দিল বেচারা। যেন সুশান্ত সিং রাজপুতের জীবনেরই প্রতিচ্ছবি। এমনটাই অনুরাগীদের রিভিউ। ফিল্ম সমালোচক তরণ আদর্শ আবার পাঁচের মধ্যে চার স্টার দিয়েছে এই ছবিকে। পিছিয়ে নেই বলিউডও।
সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি দেখে কান্না চেপে রাখতে পারেননি তাঁর একদা সহকর্মী ভূমি পেডনেকর।
শোনচিড়িয়া ছবিতে একসঙ্গে কাজ করেছেন সুশান্ত-ভূমি।
সেই অভিনেত্রী এই ছবি দেখে লিখলেন, “বেদনাদায়ক ও সুন্দর।”
ইনস্টাগ্রামে ছবির বিষয়ে লিখতে গিয়ে তিনি বলেছেন, “আবেগপ্রবণ, কান্না থামাতে পারিনি। অসাধারণ অভিনয়। এত সামনে থেকে বেদনাদায়ক অথচ কত সুন্দর করে বলা কথা কোনওদিন দেখিনি। অনুরাগীদের দেওয়া সুশান্তের সেরা উপহার।”
পাশাপাশি ছবির পরিচালক মুকেশ ছাবড়া এবং অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘীর প্রশংসায় পঞ্চমুখ ভূমি। তিনি লিখেছেন, “মুকেশ ছাবড়া খুব ভালো কাজ। সঞ্জনা সঙ্ঘী, বড়পর্দায় তোমাকে স্বাগত।”
দেখুন ভূমির সেই ইনস্টাগ্রাম স্টোরি:

এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শোনচিড়িয়ার সহকর্মীর স্মরণে ভূমি লিখেছিলেন, “প্রতিদিন সকালে উঠে আমি তোমার কথা ভাবি। আমাদের আলোচনা, স্বভাব, আবেগকে মনে করি। কিন্তু তখনই মনে পড়ে তোমার অনুপস্থিতি। আর বেদনায় মন ভারাক্রান্ত হয়ে ওঠে।”