Home খেলা মুস্তাফিজ ইস্যুতে ধোনিকে অসম্মান বোকা লোকের কাজ : হাবিবুল বাশার

মুস্তাফিজ ইস্যুতে ধোনিকে অসম্মান বোকা লোকের কাজ : হাবিবুল বাশার

132
0
SHARE

মাঠ ও মাঠের বাইরে অসম্ভব ঠাণ্ডা মাথার ক্রিকেটার ছিলেন মহেন্দ্র সিং ধোনি। উপাধি পেয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার অসাধারণ ক্ষমতা ছিল সদ্য অবসরে যাওয়া সাবেক ভারত অধিনায়কের। তার উজ্জ্বল ক্যারিয়ারে একটু কালির ছিটে হলো ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে মুস্তাফিজুর রহমানকে ধাক্কা মারা। সে জন্য ধোনিকে শাস্তিও পেতে হয়েছে। তবে এই সামান্য ঘটনার জন্য ধোনিকে অসম্মান করার কোনো কারণ দেখছেন না বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

২০১৫ বিশ্বকাপ থেকে ভারত-বাংলাদেশের ক্রিকেট লড়াইটা বিপুল উত্তেজনা ছড়ায়। তবে বিষয়টাকে নোংরামির পর্যায়ে নিয়ে গেছে দুই দেশের কিছু সমর্থক। ভারতে যেমন অশ্লীল সব ভিডিও বানানো হয়েছে, তেমনি বাংলাদেশেও তৈরি হয়েছে মুস্তাফিজুরের কাটারে মাথা অর্ধেক ন্যাড়া হওয়ার ছবি কিংবা তাসকিনের হাতে ধোনির কাটা মুন্ডুর ছবি। দুই দেশের বেশির ভাগ সমর্থক খেলার নির্মল আনন্দটাকে এভাবে নোংরামির পর্যায়ে নিতে চান না। হাবিবুল বাশারও সেই দলে।

কলকাতার একটা শীর্ষ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে এটা নিয়ে আমরাও লজ্জিত। ধোনির সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু দারুণ সম্পর্ক। সে মানুষ হিসেবেও দারুণ। ধোনি কিন্তু এমন নয় যে মাঠে স্লেজ করবে, উল্টাপাল্টা মন্তব্য করবে। সে কখনো অন্য দলের সম্পর্কে খারাপ কথাও বলে না। মাঠে বা মাঠের বাইরে কখনো দেখিনি কাউকে অসম্মান করেছে। কখনো বিপক্ষ নিয়ে শ্রদ্ধার অভাব দেখা যায়নি।’

এর পরেই কিছু সমর্থকের নোংরামি নিয়ে সাংবাদিককে উদ্দেশ্য করে হাবিবুল বলেন, ‘এই যে কাণ্ডগুলোর কথা আপনি বললেন, সেগুলো কিছু বোকা লোকের কাজ। যারা ক্রিকেট কখনো দেখেনি, বোঝেও না। তাদের নিয়ে আলোচনা করে লাভ নেই। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ধোনির প্রতি বরং শ্রদ্ধা আছে। এটা যারা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, তারা সবাই জানে।’

ধোনির অবসর নিয়ে হাবিবুল বলেন, ‘দেখুন, অবসরের সঠিক সময় বলে কিছু নেই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সঠিক সময়ে অবসর নিয়ে বাহবা পেলাম, এমন ভাবনার কোনো মানে হয় না। আগেকার আমলে শুধু দেশের হয়ে খেলা ছিল। এখন দেশের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে খেলার ব্যাপারও থাকে। জাতীয় দল থেকে অবসর নিলে খেলার ইচ্ছা বা চ্যালেঞ্জের দিকটা অনেক কমে যায়। তখন খেলা চালিয়ে যাওয়া খুবই কঠিন। আমার মনে হয়েছে যে ধোনি খেলা চালিয়ে যেতে চেয়েছিল, তাই আগে অবসর নেয়নি। আমি বরং পজিটিভ দিকে দেখব যে, এই বয়সে এসেও সে চ্যালেঞ্জ নেওয়ার সাহস দেখিয়েছিল।’

সূত্র : আনন্দবাজার।