Home খেলা আমার পরিবারে ভয়াবহ ঘটনা ঘটে গেছে : সুরেশ রায়না

আমার পরিবারে ভয়াবহ ঘটনা ঘটে গেছে : সুরেশ রায়না

377
0
SHARE

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএল ছেড়ে নিজের দেশে ফিরে এসেছেন ভারতীয় তারকা সুরেশ রায়না। তাঁর আইপিএল ত্যাগের কারণ নিয়ে অনেক গুঞ্জন আছে। সবচেয়ে আলোচিত গুঞ্জন হলো, চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনায় আক্রান্ত হওয়ায় ভয়ে আইপিএল ছেড়েছেন এই ক্রিকেটার। কিন্তু আরো একটি কারণ আছে। সম্প্রতি ডাকাতদের হাতে খুন হয়েছেন রায়নার পিসেমশাই। এক পিসতুতো ভাই মৃত্যুর সঙ্গে লড়ে গত রাতে মারা গেছে।

ডাকাতরা রায়নার পিসেমশাইকে জবাই করে খুন করেছে! এই ভয়ানক ঘটনা নিয়ে এবার সোশ্যাল সাইটে মুখ খুলেছেন রায়না। টুইটারে তিনি লিখেছেন, ‘পাঞ্জাবে আমার পরিবারের সঙ্গে ভয়াবহ ঘটনা ঘটে গেছে! আমার পিসেমশাইকে জবাই করে মেরে ফেলা হয়েছে। আমার পিসি এবং দুই ভাই মারাত্মকভাবে আহত। দুর্ভাগ্যজনকভাবে এক ভাই মৃত্যুর সঙ্গে লড়ে গত রাতে মারা গেছে। পিসির অবস্থা এখনো ভীষণ খারাপ। কৃত্রিমভাবে তাঁর শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে।’

পাঞ্জাবের পাঠানকোট জেলার থারিয়াল গ্রামে ঘুমন্ত পরিবারের ওপর ওই ডাকাতদল হামলা চালায়। দ্বিতীয় একটি টুইটে রায়না হত্যাকারীদের বিচার চেয়েছেন, ‘এখন পর্যন্ত জানি না সেদিন রাতে কী ঘটেছিল এবং কে বা কারা এটা করেছে। পাঞ্জাব পুলিশকে ঘটনাটি তদন্ত করার অনুরোধ করেছি। এ জঘন্য কাজ কারা করল, অন্তত তা জানার অধিকার আমাদের আছে। তারা যেন আর কারো ক্ষতি করতে না পারে সে জন্য এই অপরাধীদের ছাড় দেওয়া ঠিক হবে না।’