Home অর্থ-বাণিজ্য ই-ফার্মেসি ব্যবসা শুরু করল মুকেশ আম্বানির রিলায়েন্স

ই-ফার্মেসি ব্যবসা শুরু করল মুকেশ আম্বানির রিলায়েন্স

SHARE

ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি নতুন এক ব্যবসা শুরু করলেন। ৬২০ কোটি টাকার বিনিময়ে ভাইটালিক হেলথকেয়ার সংস্থার ৬০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে তারা।

এবার অ্যামাজনের সঙ্গে টক্কর দিতে এবার ই-ফার্মেসি ব্যবসায় পা রাখল মুকেশ আম্বানির রিলায়েন্স। গত সপ্তাহেই ই-ফার্মেসির দুনিয়ায় প্রবেশ করে অ্যামাজন।

এই বিনিয়োগের কথা ঘোষণা করেন মুকেশ কন্যা ইশা আম্বানি। তার দাবি, এর ফলে দেশবাসীকে সাধ্যের মধ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারব।