Home জাতীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোকে এক হতে হবে: শেখ হাসিনা

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোকে এক হতে হবে: শেখ হাসিনা

SHARE

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ঢাকায় স্থাপিত ‘গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন-জিসিএ বাংলাদেশ’ এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষ্যে ভার্চুয়াল অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোকে একসাথে কাজ করতে হবে।’ সীমাবদ্ধতা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করে শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, ভূমিধস, তুষাধসের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে ঝুঁকিতে আছে দক্ষিণ এশিয়া। এমনকি তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস হারে বাড়তে থাকলেও বাংলাদেশসহ এ অঞ্চলে মারাত্মক প্রভাব ফেলবে। দুর্যোগে শিশু, নারী, বয়স্ক এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ঝুঁকির বিষয়টিও আমাদের ভুলে গেলে চলবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের মানুষ একটি প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতে আরেকটি এসে আঘাত হানে। ফলে যেকোনো অগ্রগতি উল্টে যায়। এই চক্র ভাঙতে দক্ষিণ এশিয়াকে দুর্যোগে টিকে থাকার সক্ষমতা আরও বাড়াতে হবে।‘
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় এখানকার জনগণ বারবার সক্ষমতার প্রমাণ দিয়েছে। তারপরও পরিবর্তন করার মতো এখনও অনেককিছু আছে।’
কোভিড-১৯ মহামারি সব দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং একসঙ্গে কাজ করার মতো পরিস্থিতি তৈরি করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বর্তমান এবং ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় আমাদের একে অপরকে ছেড়ে যাওয়া উচিত নয়।’