Home জাতীয় ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে : প্রধানমন্ত্রী

ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে : প্রধানমন্ত্রী

SHARE

করোনার ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া সময়মতো ব্যবস্থা নেয়ায় করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একাদশ সংসদের নবম অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। এজন্য টাকাও বরাদ্দ করা হয়েছে।
তিনি বলেন, যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় সেখান থেকে আমরা নেব এবং মানুষকে করোনামুক্ত করব।
শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবিলায় পানির মতো টাকা খরচ হয়েছে। এখানে অনেকে অনেকভাবে দেখতে পারে। দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমরা মহামারি মোকাবিলায় মানুষের জীবন বাঁচানোর দিকে গুরুত্ব দিয়েছি। টাকার দিকে আমরা তাকাইনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় আমরা নেব। মানুষকে করোনামুক্ত করব।’
এ সময় করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা। সমাপনী অধিবেশনে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নারায়ণগঞ্জের ওই মসজিদ গ্যাস লাইনের ওপর নির্মিত। কোনো অনুমোদনও ছিল না।