Home আন্তর্জাতিক সীমান্তে শান্তি ফেরাতে একমত ভারত-চীন

সীমান্তে শান্তি ফেরাতে একমত ভারত-চীন

451
0
SHARE

সীমান্তে শান্তি ফেরাতে হিমালয় সীমান্তের বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরাতে সম্মত হয়েছে ভারত ও চীন। বৃহস্পতিবার রাশিয়া মধ্যস্থতায় মস্কোতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে সেনা সরাতে সম্মত হয় দুপক্ষই।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীন ও ভারত। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় বৈঠকে লাদাখসহ সীমান্ত এলাকয় উত্তেজনা কমাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোসহ পাঁচটি বিষয়ে একমত হন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে তারা বলেন, সীমান্তের বর্তমান পরিস্থিতি কারোরই পক্ষে নেই। তাই সীমান্তে শান্তি ফেরাতে দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া, দ্রুত নিষ্ক্রিয়করণ, যথাযথ দূরত্ব বজায় রাখার বিষয়েও রাজি হয়েছেন তারা।

মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পার্শ্ববৈঠকে মিলিত হয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত জুনে লাদাখ সীমান্তে চীন-ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর গত সপ্তাহে আবারও সহিংসতায় জড়িয়েছে দুপক্ষ।