Home জাতীয় অনেকে পার্ককে নিজের সম্পত্তি মনে করেন: মেয়র আতিক

অনেকে পার্ককে নিজের সম্পত্তি মনে করেন: মেয়র আতিক

SHARE

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অনেকে পার্ককে নিজেদের সম্পত্তি মনে করেন। পার্ক অন্য কারো সম্পত্তি না। এটি সিটি করপোরেশনের সম্পত্তি সুতরাং এখানে অন্য কেউ দখল করে থাকতে পারবে না। কেউ কেউ পার্কগুলো দখল করে রেখেছেন, তাদের বলছি আপনারা ভালোয় ভালোয় চলে যান, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা পার্ক উদ্ধার করবই।

শনিবার (১২ সেপ্টেম্বর) গুলশান-২ এর ৮৩ নং রোডে স্থাপিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র একথা বলেন। ডিএনসিসির ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য নাহিদ ইজহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মমকর্তা মো. সেলিম রেজা, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রায় ১৭০০টি গাছ আছে। এই গাছগুলো অক্ষুন্ন রেখেই পার্কের কাজ করা হয়েছে। পার্কে ইনডোর জিমনেসিয়াম রয়েছে। নির্ধারিত পেমেন্টের মাধ্যমে ইনডোর জিমনেসিয়াম ব্যবহার করা যাবে, যাদের সামর্থ্য নেই তারা আউটডোর জিম ব্যবহার করবেন। পার্কের ভেতর কফি হাউজ আছে। সেই কলকাতার কফি হাউজের গানের মতো করে কেউ যদি বলেন গুলশানের কফি হাউজে আসব, চলে আসবেন। এখানে বার বি কিউ পার্টি করার ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, পার্কের ভেতরে মিউজিক্যাল ফাউনটেইন (ঝরনা) আছে। কারো মন ভালো না লাগলে চলে আসবেন, ফাউনটেইন চলবে মন ভালো হয়ে যাবে। রাগ নিবারণের জন্য ঘরে থাকতে হবে না। এই পার্কের আসলে রাগ থাকবে না।

মেয়র বলেন, অনেকে পার্ককে নিজের সম্পত্তি মনে করেন। পার্ক অন্য কারো সম্পত্তি না। এটি সিটি করপোরেশনের সম্পত্তি সুতরাং এখানে অন্য কেউ দখল করে থাকতে পারবে না। আমরা ২৭টি পার্কের ডিজাইন করেছি, কাজ করছি, কিছু খেলার মাঠও থাকবে। এই পার্ককে অনেকে মনে করেন নিজস্ব সম্পত্তি। ওনারা দখল করে রেখে দিয়েছেন। বিভিন্ন জায়গায় প্রায় ৫টি পার্ক নির্মাণ কাজ করতে গিয়ে আমাদের ঠিকাদারদের বাধা দেওয়া হয়েছে। তারা কাজ করতে দিচ্ছে না। যেই পার্কগুলো কেউ দখল করে রেখেছেন, আপনারা ভালোই ভালোয় চলে যান, না হলে অবশ্যই ব্যবস্থা নেবো। পার্কের ডিজাইন যখন হয়েছে, পার্কের অর্থ বরাদ্দ যখন দিয়েছি এই পার্ক হবেই, এর কোনো বিকল্প নেই।

পার্ক রক্ষণাবেক্ষণ সম্পর্কে মেয়র বলেন, পার্কটা আমার না, আপনার না, এই পার্ক সকলের। এই পার্ক আমাদের। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের। পার্ককে মেইনটেইন করতে হবে। সেজন্য আমাদের একটি কমিটি করা আছে। যারা পার্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে আগ্রহী তারা ওই কমিটির কাছে নিজেদের বিষয়গুলো উপস্থাপন করবেন সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে।

রীভা গাঙ্গুলী দাশ বলেন, খুবই ভালো লাগছে পার্কটি দেখে। সব সময় এই রাস্তা দিয়ে যাই-আসি। এরকম এলাকায় একটি গ্রিন স্পেস হওয়াটা খুব দরকার। কোভিড-১৯ এর কারণে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে কোভিড-১৯ আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করতে হবে। সুস্বাস্থ্যের জন্য পার্ক খুবই দরকার। পার্ক থাকলে কেউ ঘরে বসে থাকবে না। পার্কে আসলে নিজেদের মধ্যে সম্পর্কটা বাড়ে। সবাই পারিবারিকভাবে উপভোগ করা যায়।