Home জাতীয় আদালতের নিষেধাজ্ঞা কাটলেই গণবিজ্ঞপ্তি দেবে এনটিআরসিএ

আদালতের নিষেধাজ্ঞা কাটলেই গণবিজ্ঞপ্তি দেবে এনটিআরসিএ

98
0
SHARE

আদালতের নিষেধাজ্ঞা কেটে গেলে দ্রুত বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির বিষয়টি সমাধানে চেষ্টা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শনিবার (২ জানুয়ারি) এনটিআরসিএ-এর নবনিযুক্ত চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন এসব কথা বলেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘আমি মাত্র যোগ দিয়েছি। এখনই এই বিষয়ে কথা বলাটা ঠিক হবে না। তবে নিয়োগ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে, তা যেন দ্রুত সমাধান করা যায়, সে লক্ষ‌্যইে কাজ করবো।’

এর আগে গত ১৫ ডিসেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে এক মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আগামী ১৫ জানুয়ারি সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

প্রসঙ্গত, সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে, নানা জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।