Home আন্তর্জাতিক পেরুতে অক্সিজেন পেতে লাইনে অপেক্ষমাণ শত শত মানুষ

পেরুতে অক্সিজেন পেতে লাইনে অপেক্ষমাণ শত শত মানুষ

89
0
SHARE

পেরুতে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা ভয়াবহ সংক্রমণ। প্রিয়জনকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টায় শত শত লোককে রাস্তায় দাঁড়িয়ে দিনরাত অক্সিজেন পেতে অপেক্ষা করতে হচ্ছে। এমনকি রাস্তায় তাদের ঘুমাতেও দেখা যাচ্ছে।

রাজধানী লিমার কাছাকাছি এল কালাউতে অক্সিজেন ফ্যাক্টরীর সামনে লোকজনকে তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করতে দেখা গেছে।

রাস্তায় মানুষ সমান শত শত বিশাল অক্সিজেন সিলিন্ডার সারি সারি রেখে দেয়া হয়েছে। এগুলো যারা কিনেছে তাদের নাম সাঁটা রয়েছে তাতে।

ইয়ামিল এন্তোনিও সুসা বলেন, আমি কাল থেকে এখানে অপেক্ষা করছি। আমার আসার আগে দুই তিন দিন ধরে লোকজন লাইনে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছিল।

সুসার ৫০ বছর বয়সী পিতা কোভিড-১৯ এ আক্রান্ত। তার অক্সিজেন প্রয়োজন। আরেক রাত না হলেও অন্তত সন্ধ্যার আগ নাগাদ সে অক্সিজেন পাবে না বলেই আশা করছে।
খালি হাতে বাড়ি ফিরে যাওয়ার কোন মানে নেই বলে উল্লেখ করলো সুসা।

দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ শুরুর পর মারাত্মক অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

এদিকে করোনা প্রতিরোধে রাজধানী লিমা ও পেরুর সাতটি অঞ্চলে সোমবার থেকে অন্তত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন জারি থাকবে।

পেরুর ৩ কোটি ৩০ লাখ জনগণের মধ্যে ১১ লাখ করোনায় আক্রান্ত হয়েছে। গত বছরের মার্চ থেকে ৪০ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।