Home আন্তর্জাতিক জনসনের ‘ওয়ান ডোজ ভ্যাকসিন’ নিরাপদ ও কার্যকর

জনসনের ‘ওয়ান ডোজ ভ্যাকসিন’ নিরাপদ ও কার্যকর

SHARE

ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ ও ফলদায়ক বলে প্রমাণিত হয়েছে জনসন অ্যান্ড জনসনের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন। এপর্যন্ত বাজারে আসা বিশ্বের সকল কোভিড প্রতিষেধক দুই ডোজ করে নিতে হলেও, এটির মাত্র এক ডোজই যথেষ্ট। সেই দাবিকেই স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত আনুষ্ঠানিক স্বীকৃতির নথিতে এফডিএ কর্মকর্তারা তা নিশ্চিত করেন।

গত শুক্রবার জনসন আবিষ্কৃত ভ্যাকসিনের অনুমোদন নিয়ে বৈঠক করেন এফডিএ’র একটি সার্বভৌম বিশেষজ্ঞ দল। সংস্থা বহির্ভূত এই বিশেষজ্ঞদের সুপারিশ মানতে বাধ্যবাধকতা না থাকলেও, ইতোপূর্বে ফাইজার এবং মডের্না’র তৈরি প্রতিষেধক অনুমোদন দেওয়ার ব্যাপারে তাদের অভিমতকেই গ্রহণ করেছিল এফডিএ।

শেষ ট্রায়ালে জেঅ্যান্ডজে’র ভ্যাকসিন কোভিড-১৯ প্রতিরোধে ৬৬ শতাংশ সফল হয়েছে। বিশ্বব্যাপী পরিচালিত এই পরীক্ষায় প্রায় ৪৪ হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছেন, বলে গত মাসে কোম্পানিটি জানিয়েছিল।

তবে সব অঞ্চলে একরকম সফলতা আসেনি। যেমন; যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবীদের মধ্যে ৭২ শতাংশ সফলতা মেলে, লাতিন আমেরিকা ও দক্ষিণ আফ্রিকায় ৬৬ শতাংশ সফলতা পাওয়া যায়। তবে কোভিডের গুরুতর অসুস্থতা প্রতিরোধে এটি ৮৫ শতাংশ সফল বলে প্রমাণিত হয়েছে।