Home জাতীয় রমজান মাসেও খোলা থাকবে স্কুল-কলেজ: শিক্ষামন্ত্রী

রমজান মাসেও খোলা থাকবে স্কুল-কলেজ: শিক্ষামন্ত্রী

85
0
SHARE

আগামী ৩০ মার্চ খুলে দেয়া হবে দেশের স্কুল-কলেজ। সেই সাথে এ বছর রমজান মাসেও খোলা থাকবে স্কুল কলেজ। আজ শনিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, আগামী রমজান মাসেও স্কুল-কলেজ খোলা থাকবে। যেহেতু একটা বছর শিক্ষার্থীরা ঘরেই ছিল, এতদিন পর ক্লাস চালু হতে যাচ্ছে। এবারের মতো আমরা রমজানে ছুটি দিতে পারব না। শুধুমাত্র ঈদের ছুটি দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সভা শুরু হয়।

সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য, জননিরাপত্তা সচিব এবং পুলিশের আইজিপি বৈঠকে অংশ নেন।