Home খেলা এই ম্যাচ জেতা উচিত ছিল : তামিমের হতাশা

এই ম্যাচ জেতা উচিত ছিল : তামিমের হতাশা

SHARE

২৭২ রানের লক্ষ্য দিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ দল। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। সেঞ্চুরির আগে টম ল্যাথামকে জীবন দিয়েছেন ফিল্ডাররা। আরেক ব্যাটসম্যান জেমি নিশামও মুশফিকের হাত থেকে জীবন পেয়েছেন। সেটিই কাজে লাগিয়েছে কিউইরা। পাঁচ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে তারা।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ হারের জন্য সতীর্থদের ক্যাচ মিসের মহড়াকে কাঠগড়ায় তোলেন তিনি। তামিম জানান, দলের আজকের পারফরম্যান্স হতাশ করেছে তাকে। পরেরবার এমন সুযোগ আসলে, সে সুযোগ দুই হাতে কাজে লাগাতে হবে বলে জানান।

ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমরা এখানে (নিউজিল্যান্ডে) উন্নতি করতে আসিনি। জিততে এসেছি। আর দেখুন, ক্যাচ হাতছাড়া হয়ে যায়। এটা দুঃখজনক। অন্তত দুটি ক্যাচ যদি নিতে পারতাম, হাড্ডাহাড্ডি লড়াই হতো। কেউ ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না। সবার সাথেই এমন হয়ে যায়। পরেরবার যখন সুযোগ আসবে, আমাদের দুই হাতে সেই সুযোগ কাজে লাগাতে হবে।’

তামিম যোগ করেন, ‘আমাদের এই ম্যাচ জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ সৃষ্টি করেছে, আমরা কাজে লাগাতে পারিনি। হাতছাড়া হওয়া ক্যাচগুলো…! যখন ভালো পরিস্থিতি আসবে, তখন সবকিছু শতভাগ সঠিকভাবে করতে হবে। দলের আজকের পারফরম্যান্স হতাশাজনক।’

২৭২ রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তোলেন ডেভন কর্নওয়ে ও অধিনায়ক টম লাথাম। চতুর্থ উইকেটে ১১৩ রানের জুটি গড়েন দুজন। ৭২ রানে থাকে কনওয়েকে রান আউট করে দলকে খেলায় ফেরান তামিম। এরপরই শুরু হয় ক্যাচ মিসের মিছিল। যার শুরু মুশফিকের হাত ধরে।

উইকেটের পেছনে নিশামের সহজ ক্যাচ ফেলেন মুশফিক। এরপর মিঠুন কাভারে ফেলেন একটি হাফ চান্স। নিজের বলে লাথামের ক্যাচটি তালুবন্দি করতে পারেননি শেখ মেহেদী। তাসকিনের বলে আরও একটি ক্যাচ হাতছাড়া করেছেন ডিপ মিড উইকেটে। এই মিসের খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। সঙ্গে গেছে সিরিজটাও। এ ম্যাচে বাংলাদেশ দলের প্রাপ্তি ব্যাটসম্যানদের রানে ফেরা।

তামিম বলেন, ‘ব্যাটসম্যানরা সত্যিই ভালো করেছে। আগের ম্যাচের থেলে ভিন্ন উইকেট ছিল, একটু স্লো। ২৭১ রান জেতার মতো স্কোর। আর যখন জয়ের সুযোগ এল, আমরা কাজে লাগাতে পারলাম না। হতাশাজনক।’