Home খেলা টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

SHARE

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ মঙ্গলবার (৩০ মার্চ) নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়।

কাঁধের ইনজুরি ও হাতের চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে না পারা মুশফিক, দলে ফিরতে পারেননি দ্বিতীয় ম্যাচেও।

এ ম্যাচের একাদশে আনা হয়েছে একটি পরিবর্তন। বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জায়গায় দলে ফেরানো হয়েছে ডানহাতি গতিতারকা তাসকিন আহমেদকে। কিউই একাদশেও ডানহাতি পেসার লকি ফার্গুসনের জায়গায় নেয়া হয়েছে আরেক পেসার অ্যাডাম মিলনেকে।

সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে বোলিং করেছিল বাংলাদেশ। সেদিন নিউজিল্যান্ড দাঁড় করিয়েছিল ২১০ রানের বিশাল সংগ্রহ। আজও তাদের আগে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ।

উল্লেখ্য, নেপিয়ারের ম্যাকলিন পার্কে এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড। যেখানে তাদের জয় মাত্র এক ম্যাচে, হেরেছে বাকি দুটিতে। তবে এতে বাংলাদেশের খুশি হওয়ার সুযোগ নেই। কারণ এ মাঠে কিউইদের একমাত্র জয়টি বাংলাদেশের বিপক্ষেই।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, টিম সাউদি, ইশ সোধি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।