Home আন্তর্জাতিক গণপরিবহন চললে যাত্রীবাহী ট্রেনও চলবে: রেলপথ মন্ত্রী

গণপরিবহন চললে যাত্রীবাহী ট্রেনও চলবে: রেলপথ মন্ত্রী

90
0
SHARE

গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রেলপথ মন্ত্রী বলেন, সরকার যদি ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় তাহলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে। যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য আমরা প্রস্তুত রয়েছি। স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।

তিনি আরো বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী পার্সেল ট্রেন চলাচল করছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে ৩ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। তবে পণ্যবাহী সব ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।