Home অর্থ-বাণিজ্য হুমায়ূন আহমেদের চিত্রকর্ম চুরির অভিযোগে মামলা দায়ের করলেন শাওন

হুমায়ূন আহমেদের চিত্রকর্ম চুরির অভিযোগে মামলা দায়ের করলেন শাওন

108
0
SHARE

কঠোর বিধিনিষেধের মধ্যেও পোশাক কারখানা খোলা রাখতে চান মালিকরা, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

গার্মেন্টস খোলা রাখার বিষয়ে মন্ত্রী বলেন, সে সিদ্ধান্তটি কেবিনেট ডিভিশন থেকে ঠিক করবে। এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাইনি। হয়তো আজ সন্ধ্যার পরে এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত হবে। তার আগে কথা বলাটা ঠিক হবে না।

তিনি আরও বলেন, লকডাউনে সব ধরনের নিয়ম-কানুন মেনে মালিকরা গার্মেন্টস খোলা রাখতে চান। এ সেক্টরে কর্মরতরা বাসা থেকে বের হয়ে সোজা ফ্যাক্টরিতে যান। ফ্যাক্টরিতে ঢোকার সময় তাদের পরীক্ষা করা হয়, শরীর কেমন সেটি দেখা হয়। তাদের হ্যান্ড স্যানিটাইজ করা হয়, মাস্ক পরানো হয়। আবার একইভাবে তারা বাসায় ফিরে যান। ফলে সমাজের আরেক শ্রেণির সঙ্গে মেশার সুযোগ তাদের খুব কম।