Home আন্তর্জাতিক অপারেশনের পর ভালো আছেন পোপ ফ্রান্সিস: চিকিৎসক

অপারেশনের পর ভালো আছেন পোপ ফ্রান্সিস: চিকিৎসক

SHARE

পোপ ফ্রান্সিস অন্ত্রের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। তবে অপারেশনের পর তিনি এখন ভালো আছেন। তার চিকিৎসকরা বিষয়টি জানিয়েছেন।

ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিস এখন সুস্থ বোধ করছেন। ২০১৩ সালে পোপ হিসেবে দায়িত্ব নেন তিনি। তারপর প্রথমবারের মতো চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন তিনি।

ভ্যাটিকান সিটির মুখপাত্র মাত্তেও ব্রুনি এক বিবৃতিতে জানিয়েছেন, অপারেশনের পর ভালো আছেন পোপ ফ্রান্সিস। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী তার অপারেশন করা হয়েছে। এটি জরুরি ভিত্তিতে করা হয়নি। সে কারণে উদ্বেগের কিছু নেই।

এর আগে ভ্যাটিকান সিটির মুখপাত্র জানিয়েছিলেন, পোপ ফ্রান্সিসের অপারেশন হবে গেমেলি ইউনির্ভার্সিটি হাসপাতালে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে সেন্ট পিটার্স স্কয়ারে কয়েক হাজার পরিদর্শকের সামনে ভাষণ দেন তিনি।

পোপকে আরো কতদিন হাসপাতালে থাকতে হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।